বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের মাদার তেরেসা পদক প্রদান

14
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পদক মাদার তেরেসা প্রদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত’ বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে “জাতির জনক বঙ্গবন্ধু মুজিববর্ষে, আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা-জননেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল বিশ^ শান্তি কামনা ও জাতীয় পদক মাদার তেরেসা প্রদান” শীর্ষক আলোচনা সভা গত ২১ নভেম্বর শনিবার বিকাল ৩টায় ২২/১ তোপখানা রোড, ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স লাউঞ্জ-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী।
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জেপি)’র নির্বাহী সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা এম.এ করিম, সিলেটের ওসমানীনগরস্থ শেখ মোঃ সফর উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও সভাপতি, কমিউনিটি নেতা আলহাজ¦ আব্দুল কুদ্দুস শেখ।
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী মারুফ বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি