অতিথি পাখি

59

রমজান আলী রনি

শীতের দিনে গানে-গানে
উড়ে আসে পাখি,
দূর আকাশে হাওয়ায় ভেসে
করে ডাকাডাকি।

যাযাবর পথে দুঃখ রথে
অতিথি পাখির মেলা,
প্রভাত সাঝে রাত্রি মাঝে
অতিথিদের খেলা।

অন্য দেশে মাতুল বেশে
উড়ে আসে তারা,
ঢেউয়ের তালে শঙ্খচিল বলে
এরা আবার কারা?

সূর্য যখন উঠে তখন
অতিথি পাখি ডাকে,
প্রভাত হলে দোরটা খোলে
ডাকে তারা মাকে।