কবিতা

14

নেছার আহমদ নেছার

কবিতায় বুঝতে শেখায়
ভাবতে শেখায়,
অনুভব-অনুভূতির ষোলকলা দিয়ে
সাজাতে শেখায়-
অব্যক্ত অনুভবগুলি
শব্দে সাজাতে শেখায়,
কবিতা বিরহ সম্ভাবনা,
চাওয়া পাওয়ার হিসাবগুলো
বর্ণ বিন্যাসে চয়ন করতে শেখায়,
কবিতা সমাজ ধর্মের মূল্যবোধ শেখায়।
কবিতা পড়–য়া কোন ব্যক্তি
মানুষ হত্যা করতে পারে না
করতে পারে না কোন অনৈতিক কর্মকান্ড,
কবিতা সুন্দর দেশ ও সমাজ নির্মাণে
সাহসী ভূমিকা রাখেÑ
কবিতা পথ দেখায় আলোকিত
জীবনের অনাগত পৃথিবীরÑ
বর্তমানের স্বকীয়তায়
মহৎ ও সুন্দরের খুঁজে প্রেরণা জোগায়
জোগাবে অনন্তকাল ॥