বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা

49

বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার ২০১৮-২০২০ ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত ২ ডিসেম্বর নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখা নির্বাচন পরিচালনা কমিটি। বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় জেলা শাখা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন ও সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তাফসিল ঘোষণা করা হয়।
তফসিল ঘোষণার মধ্যে রয়েছে আগামী ৫ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা সংগ্রহ, ৯-১১ জানুয়ারী মনোনয়নপত্র বিক্রয় ও সংগ্রহ, ১৫-১৬ জানুয়ারী মনোনয়নপত্র জমার শেষ তারিখ, ১৭ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ১৮ জানুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১৯ জানুয়ারী বাতিলকৃত মনোনয়নের আপীল শোনানী, ২০ জানুয়ারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ, ২৮ জানুয়ারী নির্বাচনের তারিখ ও সময় ঘোষণা ও নির্বাচনের স্থান নির্ধারণ করা হয় ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি সিলেট জেলা শাখা কার্যালয়ে।
তফসিলে সভাপতির প্রতীক চেয়ার, হারিকেন, আনারস, রিক্সা এবং জামানতের টাকা ২ হাজার, সহ-সভাপতি (১) এর প্রতীক গোলাপফুল, মোমবাতি, ফুটবল, চশমা এবং জামানতের টাকা ১ হাজার, সহ-সভাপতি (২) এর প্রতীক বালতি, দেয়ালঘড়ি, বই, কলস এবং জামানতের টাকা ১ হাজার, সাধারণ সম্পাদকের প্রতীক কলম, টেবিল, ছাতা, কাপপিরিছ এবং জামানতের টাকা ১ হাজার, যুগ্ম সাধারণ সম্পাদকের প্রতীক টেলিভিশন, মোরগ, হরিণ, মোটর সাইকেল ও জামানতের টাকা ৫’শ, সাংগঠনিক সম্পাদকের প্রতীক কাঁঠাল, মই, চাকা, ঘোড়া ও জামানতের টাকা ৫’শ, প্রচার সম্পাদকের প্রতীক উড়োজাহাজ, আম, হাতি, চাপকল ও জামানতের টাকা ৩’শ, দপ্তর সম্পাদকের প্রতীক গরুর গাড়ি, মাছ, হাতপাখা, ঢোল ও জামানতের টাকা ৩’শ, অর্থ সম্পাদকের প্রতীক দোয়াত, কলম, তালা-চাবি, ক্রিকেট ব্যাট, হাতুড়ী ও জামানতের টাকা ৩’শ, নির্বাহী সদস্যের প্রতীক ঘুড়ি, বাসগাড়ি, টেলিফোন ও জামানতের টাকা ২’শ। বিজ্ঞপ্তি