মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী

7

গরীবের জীবন :

মাথার ঘাম পায়ে ফেলে
হাতে পাই টাকা,
বিকেলবেলা বাজার গিয়ে
হাত হয় ফাঁকা।

খাবার খেতে বেশি দামে
অল্প নেই চাল,
অধিক বেশি বেড়েছে দাম
তেল আর ডাল।

সারাদিন কাজ করে মোরা
একমুঠো খাই,
রোজ সকালে পেটের দায়ে
কাজে সব যাই।

অধিক দামে দ্রব্য কিনে
করতে পারিনা জমা,
নুন আনতে পান্তা ফুরায়
কিনতে পারিনা জামা।

অনেক কষ্টের মাঝে বেঁচে
থাকে গরীবের জীবন,
এভাবে কাটে তাদের ছোট
সংসার ছোট্ট জীবন।