টাকা আত্মসাতের মামলা ॥ কানাইঘাট বড়চতুল ইউপি’র সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী জেল হাজতে

42

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান ইউপি আ’লীগের সভাপতি মুবশি^র আলী চাচাইকে একটি মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। কানাইঘাট চতুল বাজারের ধান চাল ব্যবসায়ী স্থানীয় কাদিরগ্রাম হারাতৈল গ্রামের রফিক আহমদের দায়েরকৃত আমানতের ৬ লক্ষ টাকা আত্মসাতের মামলার প্রধান আসামী মুবশি^র আলী চাচাই কানাইঘাট চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গতকাল সোমবার ধার্য তারিখে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এ আ’লীগ নেতার বিরুদ্ধে আরো দু’টি মামলায় সমন জারী রয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো একটি মামলা দুদকে বর্তমানে চলছে। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মুবশি^র আলী চাচাইকে একটি মামলায় গতকাল জেল হাজতে প্রেরণ করায় স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বড়চতুল ইউপি আ’লীগে নেতৃত্ব নিয়ে সভাপতি মুবশি^র আলী ও সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল গ্র“প সমর্থিত নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে।