বালাগঞ্জ-বড়লেখায় বানভাসী মানুষের পাশে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ

44

মোঃ আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন পক্ষ থেকে ও বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বালাগঞ্জ 19894699_1557129561017660_8218383222385511391_nউপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৫ শতাধিক বন্যার্ত দুস্থ, অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের বোর্ড অব ডাইরেক্টর, ডেল্টা স্পেশালাইজড হসপিটালের ডাইরেক্টর আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী মোঃ আব্দুল আজিজ মাসুক।
গত ৭ জুলাই শুক্রবার বালাগঞ্জের নাহার কমিনিউটি সেন্টারে প্রকেল্পর উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মাসুক। এদিকে বড়লেখা উপজেলার পাকশাইল আইডিয়াল হাইস্কুলে দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। মোঃ আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন ও বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যার্তদের জন্য এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কালে ডাঃ নোমান উদ্দীন, রেহান উদ্দীন, রাসেল বিন ছরফর,  আব্দুল মুকিত নোমান ও স্থানীয় গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। পাকশাইল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেটে সর্বত্র বন্যার পরিস্থিতির অবনতি ঘটছে। বন্যা দুর্গতরা আজ মানবেতর জীবন যাপন করছে, এমতাবস্থায় মানবতার আহ্বানে সাড়া দিয়ে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে প্রবাসী আব্দুল আজিজ মাসুক, আব্দুল হাই মামুন ও এ,বি,এম বুলবুলের মতো আমাদেরকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। তিনি আব্দুল আজিজ মাসুক, কাপ্তান হোসেন, আব্দুল হাই মামুন, মুজাহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি