শেষের স্বপ্ন

19

খলিলুর রহমান

রাত্রি শেষে দেখা স্বপ্ন সত্যি নাকি হয়
দুঃস্বপ্ন দেখলে তখন বাড়ে তাই ভয়।
রাত্রি শেষে কত হয় সুখ-স্বপ্ন দেখা
ক’টি তার সত্যি হয়, কোথা আছে লেখা?
দুঃস্বপ্নের ভয় তবু একটুও মরে না
যে যতই মিথ্যা বলুক, মন তবু ভরে না।

জীবনের শেষ বেলায় স্বপ্ন বেশী আসে না
হাজারটা সুখ স্বপ্নেও মন তবু হাসে না।
দুঃস্বপ্নের দুশ্চিন্তায় মন বেশী কাঁদে না
স্বপ্নকে সত্যি করায় দেহ আর সাধে না।

শেষের স্বপ্ন, অন্যে শুধু সুখ স্বপ্ন দেখানো
নতুন প্রজন্মের হাতে ইতিহাস লেখানো।