সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

23

স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি ধরন আবার কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে গতকাল বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সেন্টিগ্রেড হ্রাস পেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড হয়েছে চট্টগ্রামে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।