গ্রীসের যাওয়ার পথে বালাগঞ্জের ফয়ছলের মর্মান্তিক মৃত্যু, ৬ দিন পর মিললো লাশ

7

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
তুর্কি থেকে গ্রীসের যাওয়ার পথে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (৩০)। তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের মহুদ আহমদ জায়গীরদারের দ্বিতীয় ছেলে। মারা যাওয়ার ৬ দিন পর অনেক চেষ্টা করে ১২ ফেব্র“য়ারি গ্রীসের সীমানার কাছাকাছি পাহাড়ী এলাকায় বরফের তল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ফয়ছলের এক সফর সঙ্গীর বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা জানান, ৪ ফেব্র“য়ারি ফয়ছলসহ কয়েকজন গ্রীসের উদ্দেশ্যে যাত্রা করেন। জঙ্গল এলাকা পাড়ি দিয়ে তুর্কি থেকে গ্রীসের সীমানায় প্রবেশের পর ৭ ফেব্র“য়ারি ভোরের দিকে গাড়ীযোগে প্রায় আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে একটি নির্জন স্থানে ফয়ছলসহ তার সাথে থাকা ৫ জনকে নামিয়ে দেয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে তুষার পাহাড়ে অতিরিক্ত ঠান্ডার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সঙ্গীরা মুঠোফোনে ফয়ছলের মৃত দেহের ছবি এবং ওই স্থানটির ছবি তুলেন। এ সময় দালালের লোকজন সেখানে গিয়ে ফয়ছলের লাশ ফেলে রেখে তার সঙ্গীদের ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর থেকে গ্রীসের দালাল লাপাত্তা হয়ে যাওয়ায় ওই স্থানটি চিহ্নিত করা সম্ভব হয়নি। ৯ ফেব্র“য়ারি ফয়ছলের সফর সঙ্গী ওই যুবক ফয়ছলের বাড়িতে মৃত্যুর সংবাদটি জানিয়ে মৃত দেহের ছবি পাঠান। সেই ছবি ভাইরাল হলে দূতাবাসের সহযোগিতায় ওই স্থানটি চিহ্নিত করে বরফের তল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই মো. রাজিমুল এহসান জায়গীরদার রুজেল ও ফুফাতো ভাই মো. বুরহান উদ্দিন জায়গীরদার জানিয়েছেন, বেশ কয়েক বছর পূর্বে ভিসা নিয়ে ফয়ছল উমান যান। উমান থাকাবস্থায় কয়েকবার দেশে আসা-যাওয়া করেছেন। মাস ছয়েক পূর্বে তিনি উমান থেকে ইরাক হয়ে তুর্কি যান। সর্বশেষ ৪ ফেব্র“য়ারি বাড়িতে ফোন করে তার জন্য দোয়া করার কথা বললেও গ্রীসে যাওয়ার বিষয়টি জানাননি। নিহত ফয়ছল গত শুক্রবার (৮ ফেব্র“য়ারি) গ্রীস অনুপ্রবেশকালে গ্রীসের সীমান্ত এলাকায় মুত্যুবরণ করেছেন বলে ধারণা করছেন। তারা সংশ্লিষ্ট দালালের মাধ্যমে ফয়ছলের মৃত্যুর বিষয়ে গত রবিবার পরিবারের লোকজন সংবাদ পেয়েছেন। এছাড়া গ্রীস পৌঁছে যাওয়া অন্যদের কাছ থেকেও গত মঙ্গলবার ফয়ছলের মৃতদেহের বিভিন্ন ছবি সংগ্রহ করা হয়। তার মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের শোকের মাতম চলছে।