সিলেট চেম্বারের প্রেসিডিয়ামের সাথে বাংলাদেশ লয়্যার এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ

4

২৯ ডিসেম্বর মঙ্গলবার চেম্বার বোর্ড রুমে দি সিলেট চেম্বার প্রেসিডিয়ামের সাথে বাংলাদেশ ল্যয়ার এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট এবং বিবিসিসিআই এর পরিচালক ব্যারিস্টার দেওয়ান মেহেদী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সভায় চেম্বার সভাপতি আবু তাহের মোঃ শোয়েব ব্যারিস্টার দেওয়ান মেহেদী-কে সিলেট চেম্বারে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশীরা বৃটেনে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ব্যারিস্টার দেওয়ান মেহেদী-কে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশ ল্যয়ার এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট এবং বিবিসিসিআই এর পরিচালক ব্যারিস্টার দেওয়ান মেহেদী বলেন, আমরা স্ব-স্ব অবস্থানে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছি। তিনি সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। সভায় চেম্বার নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বাংলাদেশ বিমান সিলেট-লন্ডন/ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে, যা দেশে প্রবাসী বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও চেম্বার নেতৃবৃন্দ প্রবাসীদেরকে সিলেটে শিক্ষা, আইটি ও পর্যটন খাতে বিনিয়োগের আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোঃ হিজকিল গুলজার, সাবেক পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতি, সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি