কানাইঘাটে মিছিলকে কেন্দ্র করে পাল্টা জবাব দিতে দুই পরগনার বৈঠক, জনমনে উত্তেজনা

37

কানাইঘাট থেকে সংবাদদাতা :
দলীয় কিছু নেতাকর্মীদের হাতে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কানাইঘাট উত্তর বাজারস্থ আ’লীগের অস্থায়ী কার্যালয়ে বড়চতুল ইউপি আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুবশি^র আলী চাচাই আক্রান্তের ঘটনার প্রতিবাদে চতুল পরগনাবাসীর উদ্যোগে গত শুক্রবার কানাইঘাট উপজেলা সদরে মিছিলের ঘটনায় কানাইঘাটে অন্যান্য পরগনার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চতুলবাসীর লাঠি মিছিল নিয়ে পাল্টা জবাব দিতে গত শনিবার সন্ধ্যার দিকে কানাইঘাট বাজেরাজ ও চাউরা পরগনার মুরব্বিয়ানরা ডাক বাংলোয় একত্রিত হন। এ নিয়ে এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহত্তর জৈন্তিয়া ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল হোসেন চৌধুরী সহ পরগনার কয়েকজন মুরব্বী ডাক বাংলোয় দুই পরগনার বৈঠকে উপস্থিত হয়ে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির উপর গুরুত্বারূপ করেন। ১৭ পরগনার সভাপতি আবুল হোসেন রাজনৈতিক একটি ঘটনা নিয়ে চতুল পরগনা বাসীর লোকজন কানাইঘাট বাজার সহ প্রশাসন এলাকায় লাঠি মিছিলের ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক বলে মন্তব্য করেন। যে কোন ধরনের ঘটনা উত্তেজনা সৃষ্টি করে নিরসন সম্ভব নয়। শান্তিপূর্ণ ও সালিশের মাধ্যমে সবকিছুর সমাধান সকলের জন্য মঙ্গল জনক হবে বলে ১৭ পরগনার মুরব্বীরা মনে করেন। পরে ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদের সাথে কথা বলেন। এদিকে আগামী বৃহস্পতিবার চতুল বাসীর লাঠি মিছিলের প্রতিক্রিয়ার জবাব দিতে বাজেরাজ ও চাউরা পরগনা সহ কানাইঘাটের অন্যান্য পরগনার লোকজনদের উদ্যোগে ডাক বাংলোয় পরবর্তী সভার ডাক দেয়া হয়েছে। উক্ত সভা থেকে নানা ধরনের কর্মসূচী আসতে পারে। দলীয় কিছু নেতাকর্মীদের হাতে বড়চতুল ইউপি আ’লীগের আহ্বায়ক মুবশি^র আলী চাচাই আক্রান্তের তুচ্ছ রাজনৈতিক ঘটনাটি পরগনার দিকে ঠেলে দেয়ায় সর্বস্তরের মানুষের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে চতুল পরগনাবাসীর দুই থেকে আড়াই হাজার লোকজন লাঠি সোটা, সেল-সুলফি, ঝাটা, ধারালো অস্ত্র নিয়ে চতুল থেকে মিছিল সহকারে উপজেলা প্রশাসন, কানাইঘাট থানা অতিক্রম করে ৯ পরগনার স্বতন্ত্র বাজার কানাইঘাট বাজারে লাঠি নিয়ে মিছিলের ঘটনায় বিশেষ করে বাজেরাজ ও চাউরা পরগনার মানুষ কিছুতেই মেনে নিতে পারছেন না। উক্ত দুই পরগনার লোকজন ভিতরে ভিতরে সংঘটিত হয়ে চতুল পরগনাবাসীর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধান করার জন্য ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির পাশাপাশি সিলেটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ কানাইঘাটে বিভিন্ন পরগনার বিশিষ্ট মুরব্বীগণ ও ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। কানাইঘাটের সচেতন মহল মনে করেন, আমরা এখন আধুনিক ও ডিজিটাল বিশে^ বসবাস করছি। শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমাদের উন্নতি হচ্ছে। কিন্তু গত বৃহস্পতিবার একটি রাজনৈতিক সামান্য ঘটনার জের ধরে আ’লীগের একজন নেতা আক্রান্তের পর বিষয়টি দলীয় ভাবে নিষ্পত্তির উদ্যোগ না নিয়ে চতুল পরগনার লোকজন উপজেলা প্রশাসন সহ কানাইঘাট বাজারে যে সশস্ত্র লাঠি মিছিল করেছে এটি অত্যন্ত দুঃখ জনক ও ন্যাক্কার জনক। এ ধরনের কোন সভ্য সমাজে কাম্য নয়। এতে কানাইঘাট উপজেলাবাসীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এব্যাপারে সার্বিক পরিস্থিতি নিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদের সাথে কথা হলে তিনি বলেন, চতুলের লোকজন কানাইঘাট উপজেলা সদরে লাঠি মিছিলের পর যে প্রতিক্রিয়া জনমনে সৃষ্টি হয়েছে তা নিরসনে থানা পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ উপায়ে ঘটনাটি নিষ্পত্তির জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাঠি মিছিলের ব্যাপারে তিনি আ’লীগ নেতা মুবশি^র আলী চাচাই সহ চতুলের মুরব্বীয়ানদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে বলেছেন, উপজেলা সদরে লাঠি মিছিল করার কোন সিদ্ধান্ত তাদের ছিল না। শুক্রবার সকালে এলাকায় এ নিয়ে বৈঠক বসলে মুরব্বীয়ানদের ডিঙ্গিয়ে লোকজন উপজেলা সদরের দিকে চলে এসেছে বলে মুবশি^র আলী চাচাই আমাকে জানিয়েছেন। অপরদিকে এ ব্যাপারে মুবশি^র আলীর চাচাই ও বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে মুবশি^র আলী চাচাই বলেন, তিনি গত বৃহস্পতিবার আ’লীগের অস্থায়ী কার্যালয়ে ন্যাক্কার জনক পরিকল্পিত হামলার শিকার হয়েছিলেন। তাৎক্ষণিক চতুলের লোকজন কানাইঘাটের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় থানার ওসি উত্তেজিত বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে আমার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের আশ^াস করলেও হামলাকারীদের গ্রেফতার না করায় চতুলের লোকজন শুক্রবার সকালে এলাকায় জমায়েত হয়। সেখানে আমি আমার উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরলে উত্তেজিত লোকজন আমি সহ মুরব্বীয়ানদের ডিঙ্গিয়ে কানাইঘাট বাজারের দিকে মিছিল নিয়ে যায় এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ ব্যক্ত করে।