দক্ষিণ সুনামগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান উপলক্ষে পরিচিত ও মতবিনিময় সভা

48

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হারুন অর রশীদ জন প্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইবিডিভি মিলনায়তনে মতবিনিময় সভায় উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদের পরিচালানায় স্বাগত বক্তব্য রাখেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হারুন অর রশীদ। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশিদ, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি দীলিপ তালুকদার, প্রবীন মুরব্বী ও উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি  সৈয়দ সবুর আলী, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এম এ কাসেম, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক এমএম ইলিয়াছ আলী, সাংবাদিক নূরুল হক, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, পাগলা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, আক্তপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মইনুল হক , আমরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মোহাম্মদ ইব্রাহিম, আক্রম আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী, আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ জিয়াউর রহমান, শিক্ষক প্রতিনিধি মানিক লাল চক্রবর্তী, আশিষ কুমার চক্রবর্তী প্রমুখ। সভায় নব যোগদানকৃত ইউএনও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি যথাসময়ে সরকারী কর্ম স¤পাদন সরকারের ভিশন ২০৪১ এজেন্ডা সমুহ বাস্তবায়নের উপর জোর দেন।