শহরতলীতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার দায় স্বীকার করে এক আসামির আদালতে জবানবন্দি

6

স্টাফ রিপোর্টার :
শহরতলীর রায়েরগাঁওয়ে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া এখলাছ মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রধান করেছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে ফৌজধারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামী এখলাস। এই মামলার বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর শহরতলীর জালালাবাদ থানার রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই বখাটে ২ যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর গত ৪ অক্টোবর ভোরে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে জসিম উদ্দিনকে (২২) সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়াকে (২০) শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর ৬ অক্টোবর তাদের দুদিন করে রিমান্ডে মঞ্জুর করেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলা। রিমান্ড শেষে শুক্রবার এখলাসকে আদালতে হাজির করা হলে তিনি দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে এ অপর আসামি জসিম উদ্দিন জবানবন্দি দেননি বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন।