কমলগঞ্জে মুক্তিযোদ্ধা মো. দুরুদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

7
কমলগঞ্জে মুক্তিযোদ্ধা মো. দুরুদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামের বাসিন্দা, মুন্সীবাজার ইউপির প্রাক্তন চেয়ারম্যান, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা মো: দুরুদ মিয়া (৭২) বৃহস্পতিার রাত সাড়ে ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে হৃদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে পুত্রবধূ সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পরানধর কবর স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
মুক্তিযোদ্ধার মো: দুরুদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।