ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

101

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রংপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রংপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র হাজী আব্দুর রহিমের সাথে একই গ্রামর মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল হাইয়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে আব্দুর রহিম বিরোধকৃত জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষ আব্দুল রাজ্জাকের ভাই আব্দুল হাসিম এতে বাধা দেয়। এঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের প্রায় ২০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সায়েরা বেগম(৪২), আব্দুল জব্বার(৪০), আব্দুল হেকিম(৩০), হাজী আব্দুর রহিম(৫৫), আব্দুল কাইয়ূম(২৬), হাবিবুল ইসলাম(৫২), আবু তাহের(৪৫) সুহেল মিয়া(২৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুন নূর(৪০), আব্দুল হাই(৬৫), আহমদ মিয়া(২৩), আছিয়া বেগম(৩৯), আছকা উদ্দিন(৪০)সহ অনান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।