মিয়ানমারে নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

67

ছাতক থেকে সংবাদদাতা :
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগের প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মুসললিম জনতা গোবিন্দগঞ্জ’র আয়োজনে বিভিন্ন সংগঠনের ১১টি ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্বতা ঘোষণা করে জড়ো হন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া গোবিন্দগঞ্জ আঞ্চলিক শাখা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা, গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখা, খুরমা উত্তর ইউপি সমাজ কল্যান সংস্থা, বাংলাদেশ হোটেল শ্রমিক মিষ্টি -বেকারী শ্রমিক ইউনিয়ন ছাতক উপজেলা ও গোবিন্দগঞ্জ আঞ্চলিক তালামীয শাখা। ফতেহপুর কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও মুসলিম জনতা গোবিন্দগঞ্জ’র উপদেষ্টা আল্লামা আবু আলী মোহাম্মদ সিকান্দারের সভাপতিত্বে ও মুসলিম জনতা গোবিন্দগঞ্জ’র সভাপতি মাওলানা এম এ মতিন এবং ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা তালামীয শাখার সভাপতি হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুন নুর, ইসলামী ফাউন্ডেশনের মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল মান্নান, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ি সমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, ব্যবসায়ি মাওলানা আমির আলী, মাওলানা শামছুল হুদা, রাধানগর মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা রেদ্বওয়ান আহমদ হেলালী, ডাক্তার আব্দুল হান্নান পীর, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মুসলিম জনতা গোবিন্দগঞ্জ’র সাধারণ সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক ও মুসলিম জনতা গোবিন্দগঞ্জ’র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সাংবাদিক মোশাহিদ আলী, মাহবুব আলম ও সদরুল আমিন, মুসলিম জনতা গোবিন্দগঞ্জ’র সহ-সাধারণ সম্পাদক হাফেজ আশিক উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসাইন, মাওলানা রেজাউল করিম উজিরপুরী, গোবিন্দনগর ফাজিল ডিগ্রি মাদরাসা ছাত্র সংসদের ভিপি হাফেজ রফিকুল ইসলাম, মুসলিম জনতা গোবিন্দগঞ্জ’র অর্থ সম্পাদক ও জেলা তালামীয শাখার অর্থ সম্পাদক আব্দুল মতিন রাজন, এইচ এম আব্দুল বাছিত, ফাহিম আহমদ ফুয়াদ, হাফেজ নাছির উদ্দিন, আবু তাহের, নাঈম আহমদ, নাজমুল ইসলাম, সাইদুর রহমান মাহিদ প্রমুখ। এ সময় রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, সহকারি শিক্ষক মাওলানা জিল্লুর রহমান বকুল, তকিপুর শাহজালাল একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল হাই, তকিপুর জামে মসজিদের ঈমাম মাওলানা রোকন উদ্দিন, সূফিনগর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা ছায়াদ আহমদ, নিজাম উদ্দিন, মাওলানা আবদুল আলিম, মাওলানা রমদ্বানুল হক, ব্যবসায়ি সমুজ আলী, মুসলিম জনতা গোবিন্দগঞ্জের উপদেষ্টা আলা উদ্দিন ও আব্দুস শহিদ, সাহিদ আলী, বদরুল আলম জিহাদী, শিল্পী আব্দুল আলিম, সানোয়ার হোসেন খালেদ, জহির মিয়া, গোবিন্দগঞ্জ বঙ্গবন্ধু পত্রিকা স্টলের সিরাজ উদ্দিন, মানবাধিকার কাউন্সিল ছাতক শাখার সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ ফজল, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার মহিলা বিষয়ক যুগ্ম সম্পাদক রাজিয়া বেগম, হেলাল আহমদ, শ্রমিক নেতা সাহেব আলী, বিরহাম উদ্দিন, ফারুক আহমদ, বাংলাদেশ হোটেল শ্রমিক মিষ্টি -বেকারি শ্রমিক ইউনিয়ন গোবিন্দগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক লিয়াকত মিয়া, সদস্য ছুনু মিয়া, সুজন মিয়া, আবুল মিয়া, হাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, ব্যবসায়ি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ছাতক প্রেসক্লাব অর্ন্তভূক্ত সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।