কানাইঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান কর্তৃক ৩১টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান

29

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ৩১টি পূজা মন্ডপে তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন। গত বুধবার ২০ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি মূলক সভায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধির উপস্থিতিতে উপজেলার ৩১টি পূজা মন্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রতিটি মন্ডপে নগদ ১ হাজার টাকা করে ৩১ হাজার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর রানা তুলে দেন। আগামীতে কালিপূজার জন্য আরো ৫টি মন্ডপে তার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের আশ^াস প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে আরো আনন্দ মুখর করতে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃক পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করায় তাকে ধন্যবাধ জ্ঞাপন করেন। ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা জানান, কানাইঘাটের ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। আমরা সবাই মিলে একে অন্যের ধর্মের উৎসবে অংশগ্রহণ করে থাকি। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে আমি আমার সাধ্যানুযায়ী আর্থিক অনুদান প্রদান করেছি। ভবিষ্যতে তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাব।