স্টাফ রিপোর্টার
অবৈধভাবে দুই কোটি টাকা ভাতা প্রদানের অনুসন্ধানে সিলেট গ্যাস ফিল্ডে অভিযান পরিচালনা করেছে দুদক। বৃহস্পতিবার দিনভর গ্যাস ফিল্ডের প্রশাসনিক কার্যালয়ে এ অভিযান পরিচালিত হয়। দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশারাফ উদ্দিন ও জুয়েল মজুমদার অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে গ্যাস ফিল্ডের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদুক কর্মকর্তারা।
এ সময় জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ১৯৫ জন কর্মচারীকে অবৈধভাবে ওভারটাইম ভাতা প্রদানের প্রাথমিক সত্যতা মিলে। এই পাঁচ মাসে গ্যাস ফিল্ড ২ কোটি ৮৬ হাজার টাকা ওভারটাইম হিসেবে পেলেও কর্মচারীদের দেওয়া হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকা।
দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জুয়েল মজুমদার জানান, দিনভর অভিযানে নিবন্ধিত কর্মচারী ছাড়াও অতিরিক্ত ২৭ কর্মচারীকে বেতন প্রদানের তথ্য পেয়েছে দুদক। এ সব বিষয়ে অধিকতর তদন্তের জন্য বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।
এদিকে ভাতা সংক্রান্ত কিছু অনিয়মের সত্যতা স্বীকার করে এ বিষয়ে গ্যাস ফিল্ড নিজেরাও বিষয়টি তদন্ত করবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।