উচ্ছ্বাস

38

জালাল জয়

ভাবটুকু সব থাকুক না আজ জলে ভেজা গল্পতে
সাজটুকু সব সাজুক না আজ কোলে মাখা রক্ততে
মানটুকু সব বাড়–ক না আজ দোলে চলা ভক্ততে
জানটুকু সব সারুক না কাজ ভুলে চলা মন্দতে।

কবে হলো এমন ছবি বলতে তো আর পারি না
যবে চলো যেমন রবি চলতে কী আর দেখো না
হায় রে কপাল মন্দ দোষে চোখে তো আর দেখি না
যায় রে সকাল অন্ধ লাশে বুকে তো আর মাখি না।

বুকটা চেপে নতুন করে জীবন চাষের বন্দনা
চোখটা মেপে রতন ঝরে আপন ঘাসের মন্দনা।