মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ ॥ মুসলিম পরিচয়ের কারণেই রোহিঙ্গাদের উপর বার বার নৃশংস গণহত্যা চলছে

25

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, কোন রাষ্ট্র তার নাগরিকদের উপর এমন পরিকল্পিত গণহত্যা Sylhet City Jamat Bikhuv Photo -11-09-17চালাতে পারে মিয়ানমারের এই ঘটনাই তার উল্লেখযোগ্য ঘৃন্যতম নজির। শান্তিতে নোবেল পাওয়া একজন নেত্রীর দেশে এই নারকীয় হত্যাযজ্ঞ বিশ্ববাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। শুধু মুসলিম পরিচয়ের কারণে রোহিঙ্গাদের উপর বার বার নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। তাদের উপর জঘন্য ও ভয়াবহ নির্যাতন চালানোর পাশাপাশি তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গা মুসলীমরা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছে। হাজার হাজার রোহিঙ্গাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস বর্বর গণহত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা মুসলিম নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের ব্যাপারে গোটা বিশ্ব যখন সোচ্চার সেই সময়ে বাংলাদেশ সরকারের মন্ত্রীর ব্যবসায়িক কারণে মিয়ানমার সফর জাতিকে বিস্মিত করেছে। সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করছেনা। মিয়ানমারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সোমবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মাওলানা ফয়জুর রহমান, ফয়জুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি