নবীগঞ্জে রব্বান হত্যা মামলার আসামী গ্রেফতার

65

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জে রব্বান হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, (৩ জুলাই) মৌলভীবাজার জেলার কাগাবালা ইউনিয়নের আথানগীরি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ জবান উল্যা তার লোকজন নিয়ে রব্বান মিয়া, দিলবর মিয়া (৪৫) ও ইয়াবর মিয়াকে (৫২) কুপিয়ে জখম করেন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রব্বান মিয়া মারা যান। এ ঘটনায় নিহত রব্বান মিয়ার পরিবারের লোকজন নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  উক্ত হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জকে।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রব্বান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোপলার বাজার তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ এর নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রব্বান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আতানগীরি গ্রামের মৃত সানু মিয়ার ছেলে সুরুজ আলী (৪০) গ্রেফতার করে। এ বিষয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রব্বান হত্যা মামলার এজাহার মামলার আসামীকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করি। শনিবারে গ্রেফতারকৃত আসামী সুরুজ মিয়াকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।