বিয়ানীবাজারে পৌরসভায় বজ্রপাতে গ্যাস রাইজার বিস্ফোরণ

40

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর (পশ্চিম নয়াগ্রাম) সাবেক প্রশাসকের বাড়ির গ্যাস রাইজার বিস্ফোরিত হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিলেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এলাকাবাসী ধারণা, বজ্রপাতে গ্যাস রাইজার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।
শুক্রবার গভীর রাত সাড়ে তিনটার দিকে বিয়ানীবাজার পৌরসভার সাবেক প্রশাসক তফজ্জুল হোসেনের বাড়িতে বজ্রপাতে গ্যাস রাইজার বিস্ফোরণ ঘটে। এতে রাইজারে আগুন ধরে যায়। রাইজারে আগুন লেগে যাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। সাথে সাথে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে বৃষ্টিপাতের সময় প্রচন্ড শব্দে এলাকা কম্পিত হয়ে ওঠে। এর একটু পরেই গ্যাস রাইজারে আগুন দেখা যায়। আমাদের ধারণা বজ্রপাতে রাইজার বিস্ফোরিত হয়।
বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের ফায়ারম্যান আসিফ হোসেন বলেন, রাইজারে আগুন লাগার সংবাদ পেয়ে আধঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ করি।