জগন্নাথপুরে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৫, নারীসহ আটক ৩

19

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে গরু জমির ধান খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ৮ এপ্রিল রবিবার উপজেলার কুবাজপুর গ্রামের নুরুল হক ও হাড় গ্রামের সুভাষ করের লোকজনের মধ্যে স্থানীয় হাওরে গরু জমির ধান খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নুরুল হক (৭০) নিহত হন। এ ঘটনায় গুলজার মিয়া, আমিন উদ্দিন, সাইদুল হক, শরিফ মিয়া সহ আরো ৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকা হাড় গ্রামের কানাই করের ছেলে করুনা কর, সুভাষ করের স্ত্রী শিবলী রাণী কর ও পাখি করের স্ত্রী সীমা করকে আটক করেছে। হিন্দু লোকদের পক্ষ নিয়ে শহীদ মিয়া নামের এক ব্যক্তি সংঘর্ষ করেছে বলে নিহত নুরুল হকের ছেলে আহত সাইদুল হক অভিযোগ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং এ ঘটনায় নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।