জঙ্গি তৎপরতা ও সরকার বিরোধী আন্দোলনে অর্থায়ন ॥ হবিগঞ্জে গ্রেফতার মোস্তাকের রিমান্ড শুনানী আজ

46

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
জঙ্গি তৎপরতা ও সরকার বিরোধী আন্দোলনে অর্থায়নের অভিযোগে আটক মোস্তাক Habigonj Pic_Mustaq Ahmed Kha_09 Augustআহমেদ খাঁর রিমান্ড আবেদনের আদেশ দেয়া হবে বৃহস্পতিবার। বুধবার দুপুরে আসামীপক্ষের শুনানী শেষে মুলতবী ঘোষণা করেন হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোলায়মান। এর আগে মঙ্গলবার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে অর্গানাইজড ক্রাইম স্পেশাল ট্রাস্ক গ্র“প সিআইডি। সোমবার তাকে হবিগঞ্জ শহর থেকে গ্রেফতার করে সিআইডি। মোস্তাক বানিয়াচং উপজেলার তকবাজখানী মহল্লার মনোয়ার আহমেদ খাঁর ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, গ্রেফতারকৃত মোস্তাক তুরস্ক থেকে দেশে ফেরার পর জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও দেশ বিরোধী কর্মকান্ড পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেন। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তিনি দেশ ও দেশের বাইরে থেকে বিপুল পরিমাণ অর্থ তার নামীয় একাউন্টে লেনদেন করেন। অথচ এসব অর্থের উৎস ও ব্যয়ের সঠিক কোন তথ্য কারও জানা নেই। গোয়েন্দারা তথ্য পায় তিনি এসব অর্থ দিয়ে বাংলাদেশের জঙ্গি সংঠনগুলোকে সহায়তা করেন। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনসহ মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করেন করা হয়। উক্ত মামলায় তাকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চায় সিআইডি। বুধবার নির্ধারিত দিনে হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোলায়মান আসামীপক্ষের বক্তব্য শোনেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদেশ দেয়ার দিন ধার্য্য করেন তিনি।