‘উজ্জীবন প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ॥ দেশে দারিদ্র্যতার হার কমেছে, শিক্ষার বেড়েছে

70

স্টাফ রিপোর্টার :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দক্ষ নেতৃত্বের কারণে দেশে দারিদ্রতার হার কমেছে এবং বেড়েছে শিক্ষার হার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করেছে। যা অতীতের কোন সরকার করতে পারেনি। একই সাথে দেশ এখন মধ্যম আয়ের দেশেও পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার মদন মোহন কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন প্লাটিনাম জুবিলি উৎসবের যুগপৎ স্মৃতিস্মারক ‘উজ্জীবন প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কলেজ গভর্ণিং বডির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কলেজ গভর্ণিং বডির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, কলেজ গভর্ণিং বডির সদস্য বিজিত চৌধুরী, দাতা সদস্য সুখেন্দু বিকাশ দাশ। কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুসনে আরা কামালীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে ‘ধরণিকন্যার’ আগমন স্মৃতির উল্লেখযোগ্য সংখ্যক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এসময় অর্থমন্ত্রী স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং ‘উজ্জীবন মদনমোহন কলেজ প্লাটিনাম জুবিলি চত্বর’ ভিত্তিফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে ‘স্মৃতির ঝরণার কলতান’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সিলেটের প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করায় বেশকিছু সুবধিা কমবে। সবক্ষেত্রে দেশের আভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে কর আহরণ বাড়ানো হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।
অর্থমন্ত্রী আরো বলনে, এখন থেকে রেয়াতি (কনসশেনাল) আর্থিক সুবধিার পরিবর্তে, বহির্বিশ্ব থেকে শুধুমাত্র লোন (ঋণ) নেবে বাংলাদেশ। নির্বাচনী বছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর হার কমার কোন সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী নগরীর ২নং ওয়ার্ডে সিসিকের ছড়া উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর সাথে ছিলেন।