সিপিবি সিলেট এর সাবেক সভাপতি কমরেড বাদল কর আর নেই

27

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি উদীচী Comrade Badol Karসিলেটের প্রথম আহ্বায়ক খেলাঘর এর শুভানুধ্যায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজীবন সংগ্রামী কমরেড বাদল কর গতকাল ৬ আগষ্ট সকাল ১১টায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর এবং স্ত্রী,  দুই পুত্র ও পুত্রবধূ, এক কন্যা, জামাতা ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর এ আকস্মিক মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন স্তরের লোকজন তাঁর বাসস্থানে ভিড় জমান। পরে বিকেল ৩টায় সকলের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াতের মরদেহ নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। কমিউনিস্ট পার্টির কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা দিয়ে মোড়ানো তাঁর মরদেহে কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের সূচনা হয় এবং উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন। পরবর্তিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ(মাকর্সবাদী), সাম্যবাদী দল, সম্মিলিত নাট্যপরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, খেলাঘর, সুজন, সিলেটের সাংবাদিক সমাজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, আনন্দলোক, সোপান, সিলেট সাহিত্য পরিষদ, কথাকলি, নান্দিক নাট্যদল, নগরনাট সহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক  সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর স্থানীয় চালিবন্দরস্থ শ্মশানঘাটে তাঁর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
কমরেড বাদল কর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তাঁর শোকবিহ্বল পরিবার-পরিজনদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি সংগ্রামী জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বিয়ানীবাজার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উদীচী সিলেটের সভাপতি কবি  এ কে শেরাম ও সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয়, যুব ইউনিয়ন সিলেটের সভাপতি খায়রুল হাছান ও সাধারন সম্পাদক বিএইচ আবীর, খেলাঘর সিলেট এর সভাপতি তাজুল ইসলাম বাঙালি ও সাধারণ সম্পাদক তপন চৌধুরী, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি সুশান্ত সজীব ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্ত, শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি স্বপন দেবনাথ ও সাধারণ সম্পাদক সূচিত্র গোপ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি