দোয়ারাবাজারে পুত্রকে ফাঁসাতে গিয়ে সৎমা কারাগারে

26

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে পুত্রকে ফাঁসাতে গিয়ে সৎ মা এখন কারাগারে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামশায়েরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কামরুল হাসান (২০) নামের এক পুত্র কে মিথ্যা মামলায় ফাঁসাতে তার ঘরে মদের বোতল রেখে তাকে তালাবদ্ধ রেখে সৎ মা রাজিয়া আক্তার লাকী পুলিশে খবর দেয়। পরে দোয়ারাবাজার থানার এসআই আবু তাহের ঘটনাস্থলে গিয়ে কামরুল হাসানের ঘরে মদের বোতল না পেয়ে অন্য এক রুমে মদের বোতল পান। এ সময় পুলিশের তদন্তে বেরিয়ে আসে অন্য রকম তথ্য। সৎ মা রাজিয়া আক্তার লাকী ওই সৎপুত্র কে লেখাপড়ার কথা বলে কুমিল্লায় নিয়ে শ্রমিকের কাজ ধরিয়ে দেয়। সে কাজ না করায় নানা ভাবে তাকে অত্যচার নির্যাতন করতে থাকে।
তদন্দের সময় এলাকাবাসী পুলিশ কে জানায়, কামরুল হাসান মাদকসেবী নয়। কখনো সে মদ্য পান করতে কেউ দেখেনি। পুলিশী তদন্তে সে মাদকাসক্ত কি না তা ডাক্তারী পরীক্ষা করেও কোনো আলামাত পাওয়া যায়নি। পরবর্তীতে ওই মহিলা নিজেই পুলিশের কাছে স্বীকার করেন পুত্রের যন্ত্রনায় মদ দিয়ে তাকে ফাঁসাতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার রাতে পুলিশ মহিলার স্বীকারোক্তিতে পুত্রকে ছেড়ে দিয়ে সৎ মা কে আটক করে। বুধবার উল্টো মামলা নিয়ে ওই মহিলাকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করেন। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, তদন্তের পর মহিলা নিজের চক্রান্তের কথা স্বীকার করায় তাকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।