কানাইঘাটে ইউপি সদস্যার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

32

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা হোসনা বেগমের কাঁচা বশত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত অনুমান ২টার দিকে কে বা কারা ইউপি সদস্যা স্থানীয় কুড়ারপার গ্রামের হোসনা বেগমের বশত ঘরের ছনের চালে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা টের পেরে পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে উঠে শোর চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও বশত ঘরের চাল, বেড়া এবং ঘরের জিনিসপত্র, নগট টাকা পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ইউপি সদস্যা হোসনা বেগম জানিয়েছেন। তিনি জানান কারো সাথে তার শত্র“তা নেই। কেন তার ঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হল। এক সপ্তাহ পূর্বে তার ঘরে রাতের বেলা চোরেরা ঢুকে মালামালও নিয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্যা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। প্রসজ্ঞত যে, সম্প্রতি কুড়ারপার গ্রামে আরো দু’টি বাড়ীতে এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে।