বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
দীর্ঘ ১৭ বছর পর আগামি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ^নাথের দশঘর ইউনিয়ন নির্বাচন। ১৪,১১৮ ভোটের বিপরীতে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সাধারণ সদস্য পদে ৪৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জবেদুর রহমান মেম্বার পেয়েছেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী সামছু মিয়া লয়লুছ (ঘোড়া), বিএনপি মনোনীত প্রার্থী দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বার (আনারস) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দশঘর ইউনিয়ন জাপার সাবেক সভাপতি আব্দুল হান্নান (লাঙ্গল) পতীক পেয়েছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, ১নং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতীক পেয়েছেন কলসুমা বেগম (বই), ফুলমালা (তালগাছ), শিউলী (মাইক), ২নং সংরক্ষিত আসনে কৃষ্ণারানী (তালগাছ), রুমী বেগম (বই), সাজনা বেগম (মাইক), সেলিনা বেগম (সূর্যমুখী), ৩নং সংরক্ষিত আসনে আঙ্গুরা বেগম (সূর্যমূখী), রোকসানা (বই), রুশনা বেগম (তালগাছ) ও সাবিনা বেগম (মাইক)।
অন্যদিকে সাধারণ সদস্য পদে ৪৯ প্রার্থীর মধ্যে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্র্ডে আব্দুল খালিক (তালা), আব্দুস শহীদ (ঘুড়ি), কাওসার আলী (ভ্যানগাড়ি), দিলু মিয়া (বৈদ্যুতিক পাখা), শওকত আলী (টিউবওয়েল), সামছুদ্দিন (মোরগ), জালাল উদ্দিন (ফুটবল), ২নং ওয়ার্ডে আব্দুর রকিব (মোরগ), এনামুল হক (লাটিম), সাদ উদ্দিন (ভ্যানগাড়ি), জাকির হোসেন (তালা), জুবেল মিয়া (বৈদ্যুতিক পাখা), তজম্মুল আলী (ঘুড়ি), নুনু মিয়া (আপেল), মতছির আলী (টিউবওয়েল), লালা মিয়া (ফুটবল), ৩নং ওয়ার্ডে খালিছ মিয়া (ফুটবল), নুরুল হক (টিউবওয়েল), বারিক মিয়া (বৈদ্যুতিক পাখা), শাহ ফারুক মিয়া (তালা), ৪নং ওয়ার্ডে আনা মিয়া (ঘুড়ি), আবুল বশর (টিউবওয়েল), চেরাগ আলী (বৈদ্যুতিক পাখা), জামাল উদ্দিন (ফুটবল), তাজুল ইসলাম (তালা), লোকমান হোসেন (আপেল), ৫নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (ভ্যানগাড়ি), জাহিদুল ইসলাম বেগ (আপেল), দুদু মিয়া (বৈদ্যুতিক পাখা), নজরুল ইসলাম (ফুটবল), ফারুক মিয়া (টিউবওয়েল), সেলিম মিয়া (তালা), ৬নং ওয়ার্ডে আব্দুল হক (ফুটবল), জামাল আহমদ (তালা), মুহিত চৌধুরী (টিউবওয়েল), ৭নং ওয়ার্ডে কামরুজ্জামান সেবুল (ফুটবল), ঝুনুর মিয়া (ঘুড়ি), নাছিম আহমদ পাবেল সামাদ (তালা), মুহিবুর রহমান শিকদার (বৈদ্যুতিক পাখা), মোহন মিয়া (টিউবওয়েল), ৮নং ওয়ার্ডে কিয়াছত আলী (ফুটবল), সিদ্দিকুর রহমান (তালা), নুর আলী (টিউবওয়েল), মজম্মিল আলী (ঘুড়ি), সামছুল ইসলাম সমুজ (বৈদ্যুতিক পাখা), ৯নং ওয়ার্ডে আব্দুল কাহার (তালা), আব্দুল গফুর (টিউবওয়েল), রায়হান আহমদ (ফুটবল) এবং সুফু মিয়া (ঘুড়ি)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন কোন প্রকার ঝামেলা ছাড়াই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১২অক্টোবর) মনোনয়ন প্রত্যাহার করেন চেয়ারম্যান পদে ১জন, নারী সদস্য পদে ১জন এবং সাধারণ সদস্য পদে আরও ১জন।