যারা গাড়ীতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কোন রাজনৈতিক দল হতে পারে না। বর্তমান জামায়াত শিবির হরতাল অবরোধের নামে যে তান্ডব লিলা চালাচ্ছে তাতে এটাই প্রমাণিত তা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে। তিনি আর বলেন, রাজপথে সকল নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসের মোকাবেলায় যুবলীগ অতীতের মত বলিষ্ঠ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আহমদ খান ও কাতার যুবলীগ নেতা ফয়েজ আহমদের স্বদেশ আগমন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ ইব্রাহিম স্মৃতি সংসদ মিলনায়তনে তাদেরকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সেলিম আহমদ খান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, সংবর্ধিত অতিথি ফয়েজ আহমদ, মহানগর যুবলীগের সদস্য সুবেদুর রহমান মুন্না, জাকিরুল ইসলাম জাকির, সাজু ইবনে হান্নান খান, ফারুকুল ইসলাম, আবিদুর রহমান শিপলু, কলিন্স সিং, ইমামুর রহমান লিটন, বিশ্বনাথ থানা ছাত্রলীগের আহ্বায়ক ফয়জলু ইসলাম, ২১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম সোহেল, ১৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রব সায়েম, ২১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপলু, ২০নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক এস আর শাওন, ১৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদ, খলিলুর রহমান বেলাল, ইমদাদ হোসেন ইমু, রঞ্জন দে, ফারুক আহমদ সুমন, হোসেন আহমদ, দিদারুল আলম, মো. মুন্না শ্যাক মুরাদ, রূপক রায়, রুহেল আহমদ, বিপ্লব দাস, বুলবুল আহমদ, আব্দুল খালিক, নিহাদ আহমদ, মামুনুর রশিদ, আফজাল হোসেন, আমান আহমদ, আফসর উদ্দিন টিটু, পান্ডব দে, ঘোয়াছ আলী কয়েস, পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি