সিলেট শিক্ষাবোর্ড এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন, একপক্ষের বয়কট

30

হৈ-হট্টগোল ও হাতাহাতির মধ্য দিয়ে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো। গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সিলেট শিক্ষা বোর্ডে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ভোট গণনার সময় বাতিলকৃত ভোট পরবর্তীতে আবার অন্তর্ভুক্ত করায় একপক্ষ নির্বাচন বয়কট করে। বাতিলকৃত ভোট পরবর্তীতে আবার অন্তর্ভুক্তির প্রতিবাদে নির্বাচন বয়কট করে নিরঞ্জন-রফিকুল প্যানেল। নির্বাচন বাতিল করার দাবী জানিয়ে নিরঞ্জন-রফিকুল প্যানেলের সকল প্রার্থীগণ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত আবেদন করেছে।
নির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মান্নান খান বলেন, প্রিসাইডিং অফিসার যেটা সঠিক বলে মনে করেছেন সেটাই করেছেন। নির্বাচন বাতিলের বিষয়ে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে নির্বাচন কমিশন পরে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে। বিজ্ঞপ্তি