দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ মাশুক মিয়া বলেছেন, বাংলাদেশের যুব সমাজ দেশের জন্য অভিশাপ নয়, যুব সমাজ হচ্ছে শক্তি। এ শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, চাকরীর জন্য দোয়ারে দোয়ারে না ঘুরে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ সরকার যুব সমাজকে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসাবে গড়ে তুলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যুব সমাজ সরকারের এসব সুযোগ গ্রহণ করে নিজেকে অলস ও বেকার না রেখে উদ্যোক্তা হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুর ১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও ঋণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পেয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আমির আলী সহ প্রমূখ। কর্মশালায় ৩ জন উদ্যোক্তাকে ২৫ হাজার টাকা করে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ প্রদান করা হয়।
এদিকে সোমবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের হল রুমে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান জোরদার করন প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপী মোবাইল ফোন মেরামত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোঃ মাশুক মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন অফিসার পেয়ার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ খান, সহকারী পরিচালক আমির আলী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, যুব উন্নয়নের যুব প্রতিনিধি ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মিজানুর রহমান সরকার, স্বনির্ভর সমিতির সভাপতি মোঃ নুর উদ্দিন, উদ্যোক্তা কল্পনা বেগম সহ প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৪০ জন যুবক ও যুব মহিলা অংশ গ্রহণ করেন।