বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী ও গবেষণা মূলক সংগঠন জিয়া সংসদ, সিলেট জেলা শাখার উদ্যোগে জিয়া সংসদে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জিয়া সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা জিয়া সংসদের সভাপতি বিএনপি নেতা জাবেদ আমিন সেলিমের সবাপতিত্বে ও জিয়া সংসদ জেলার সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোস্তফা কামালের সভা পরিচালনায় অনুষ্ঠিত সভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক খায়রুল হুদা। সভার শুরুতে জিয়া সংসদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জিয়াউর রহমানের ৭৯তম জন্য বার্ষিকী হওয়াতে মিষ্টি মুখের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। সভায় সভাপতির বক্তব্যে জাবেদ আমিন সেলিম বলেন, ১৯৭১সালে মেজর জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে জাতির কাছে আজও অমর হয়ে আছেন। সেই স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের সাহসিকতার কাছে হার মানতে না পেরে পরিকল্পিত ভাবে তাকে হত্যার মাধ্যমে দেশে স্বৈরাচারী সরকার আসে। এতে করে দেশে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। ১৯৯০সালে স্বৈরাচারের বিরুদ্ধে দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে ১৭৯১সালের বিএনপি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে আবারও পুনরায় ক্ষমতায় যাওয়া বিকল্প নেই। বর্তমান বাকশালী সরকার জিয়াউর রহমানের নাম মুছে দিতে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় আজ বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমনকি বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, গ্রেফতারকৃত বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, ছাত্রদল নেতা আহমদ চৌধুরী ফয়েজ সহ সকল বিএনপি নেতৃবৃন্দদের মুক্তির দাবী জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিয়া সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. শাহিন আহমদ, সহ-সভাপতি এড. মামুন আহমদ রিপন, সহ-সভাপতি সামসু মিয়া, সহ-সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ, প্রচার সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক লাহিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মুজাহিদ মিম, সহ-দপ্তর সম্পাদক আকবর আলী, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া সংসদের সভাপতি আওলাদ হোসেন রেজা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার আলী, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, দপ্তর সম্পাদক সাজেল আহমদ, অর্থ সম্পাদক লাকি মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি