বিত্তবানরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে সমাজ থেকে অভাব দূর করা সম্ভব – শেখ মখন মিয়া চেয়ারম্যান

48

রাগিব-রাবেয়া ফাউন্ডেশনের সহযোগিতায় মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গরীব-দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও সিলেট জেলা ৩৬০ আওলিয়া মাজার ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মখন মিয়া চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল করিমে এর পরিচালনায় অনুষ্ঠানে শেখ মখন মিয়া চেয়ারম্যান বলেন, রাগিব-রাবেয়া ফাউন্ডেমনের মতো  বিত্তবানরাও সমাজের পিছিয় পড়া অবহেলিত মানুষের পাশে দাঁড়ালে সমাজ থেকে অভাবী মানুষদের স্বাবলম্বী করার মধ্যে দিয়ে সমাজে অভাবী মানুষের সংখ্যা কমে আসবে। তিনি রাগিব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব রাগীব আলী তার ইউনিয়নের জনগনকে বিভিন্ন সময় সহযোগিতা করায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং তার মতো ব্যক্তি দেশ ও জাতির সম্পদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি শরীফ উদ্দিন, সুজা মেম্বার, আবুল কালাম আজাদ, সিলেট নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ ইসলাম আলী, মহিলা সদস্য মালেকা বেগম, জালালাবাদ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী স্বপ্না আক্তার, সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী রাহেলা আক্তার রানী, এফআইডিভি এর ফিল্ড অফিসার , শাপলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হাসনা হেনা, আনসার ভিডিপির সভানেত্রী হাসি রাণী মালাকার, জালালাবাদ মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সালমা আক্তার পপি। বিজ্ঞপ্তি