প্রায় ১৮ কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এই পদ্মা সেতু সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দিয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তারপর পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন। উন্মোচনের পর টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান। সেখানেও পদ্মা সেতুর নাম ফলক উন্মোচন করেন। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ির জনসভায় যোগ দেন মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে ধোপাদীঘিরপারস্থ হাফিজ কমপ্লেক্স থেকে সরাসরি সম্প্রচারিত স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের উপস্থিতিতে উক্ত সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি। মহানগর আওয়ামী লীগের সদস্যবৃন্দ আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট কিশোর কুমার কর, মোঃ আব্দুল আজিম জুনেল, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রোকসানা পারভীন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিঃ আতিকুর রহমান সুহেদ, ইলিয়াছ আহমেদ জুয়েল, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রনাথ দাস খোকা বাবু, কানাই দত্ত।
ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ হায়দার মোঃ ফারুক, জালাল উদ্দিন শাবুল, সালউদ্দিন বক্স সালাই, এডভোকেট সরওয়ার চৌধুরী আবদাল, দেলোওয়ার হোসেন রাজা, ইসমাইল মাহমুদ সুজন জাহিদুল হোসেন মাসুদ, নজরুল ইসলাম নজু, শেখ সুরুজ আলম, মোঃ বদরুল ইসলাম বদরু, মানিক মিয়া, মাহবুব খান মাসুম, রুমিন আহমদ, মঈনুল ইসলাম মঈন, শেখ সোহেল আহমদ কবির, মোঃ ছয়েফ খাঁন, এডভোকেট আরিফ আহমদ, জাবের আহমদ চৌধুরী, এম.এ খান শাহীন প্রমুখ। বিজ্ঞপ্তি