গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, অবৈধভাবে ক্রসফায়ারের নামে মানুষ মারার প্রতিবাদে, রাজনীতির নামে মানুষ পুরিয়ে মারার প্রতিবাদে সিপিবি বাসদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা সিপিবি বাসদ গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরী কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছির শুরু করে বিভিন্ন পয়েন্ট ঘুরে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি জেলার সদস্য ডা. বিরেন্দ্র চন্দ্র দেব, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, সিপিবি জেলার নেতা তুহিন কান্তি কর, গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী, যুব ইউনিয়ন জেলার সাধারণ সম্পাদক বি এইচ আবীর, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ্র, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবির সংসদের সভাপতি শীকান্ত শর্মা, ছাত্র ফ্রন্ট জেলার নেতা বদরুল আমীন প্রমুখ।
বক্তারা বলেন, মহাজোট গদি দখলের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অন্যদিকে ২০ দলীয় জোট গণ আন্দোলনের নামে গণনিযার্তন ও মানুষ পুরিয়ে মেরে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই জোট মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার দাবিতে সকল মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি