জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

6

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি আন্তর্জাতিক শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে রোববার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, রসরাজ বৈদ্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।
সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পাউবো কর্মকর্তা মুহাম্মদ হাসান গাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ঝরনা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, উপজেলা মহিলা অধিদপ্তরের উনু মিয়া, সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া, সাংবাদিক আলী জহুর সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বর্ণাঢ্য জীবনী ও জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তি নিয়ে ব্যাপক আলোচনা হয়। এতে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সহ এ দেশর শোষিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে নেতৃত্ব দেয়ায় ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ আন্তর্জাতিক শান্তিপদকে ভ‚ষিত করা হয়। এ পদক প্রদানকালে বিশ্ব শান্তি পরিষদের সেক্রেটারি রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে “বিশ্ববন্ধু”বলে উপাধি দিয়েছিলেন। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ইতিহাস একসুঁতোয় গাঁথা। তা কখনো মুছা যাবে না। বঙ্গবন্ধুর সেই বিশ্ব জয়ের ইতিহাস আগামী প্রজন্মকে জানতে হবে।