ছাতকে বৃদ্ধা খুন

54

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাতকে এক বৃদ্ধা খুন হয়েছেন। তিনি উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের তারকুচা গ্রামের মৃত-খুর্শিদ আলীর পুত্র সাহেব আলী (৬০)। জানা যায়, গতকাল রবিবার সকাল ৯টার দিকে একই গ্রামের চেরাগ আলীর ছেলে দুলাল আহমদ (১০) এর সহীত সাহেব আলীর ছেলে সাঈদ (৯) এর মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের উভয় পরিবারের লোকজনদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাত সাহেব আলীর মাথায় লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান।
ঘটনার সংবাদ পেয়ে ছাতক থানার জাউয়া বাজার ফাড়ির থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। (খবর সংবাদদাতার)