নানা আয়োজনে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

27

সিলেটের বিশ্বনাথে আড়ম্বরপূর্ণ আয়োজনে মধ্য দিয়ে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা।

শুক্রবার (১৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংস্থার কার্যকরি কমিটির সভাপতি মো. আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

এরআগে সহস্রাধিক গাছের চারা বিতরণ, আলোচনা সভা, বার্ষিক কর্মসূচী ঘোষণা ও প্রয়াতদের স্মরণে দোয়া মাহফিলের মাধ্যে আয়োজন শুরু হয়।

পাশাপাশি উপজেলা আর্তমানবতার সেবায় ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ১০টি সংগঠনকে সম্মাননা দেয় এ সংস্থাটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা লুৎফুর রহমান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা আবুল বশর মো. ফারুক,খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াসউদ্দিন উদ্দিন।

ভাচ্যুয়ালে যুক্তরাজ্য থেকে বক্তব্য দেন সংস্থার সাবেক সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সাদ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সাবলু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, আলতাফুর রহমান, মো. আজিজুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মো. জামাল উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, মো. আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক আহসান মাহমুদ শিপন, মাদ্রাসা শিক্ষক হরমুজ আলী, জামাল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম, সংস্থার সিনিয়র সদস্য অ্যাডভোকেট ফয়জুর রহমান ফয়েজ, সহ-সভাপতি তাজুল ইসলাম, সংস্থার রামপাশা ইউনিয়নের সাংগঠনিক সৈয়দ মিছবাহুল হক, অলংকারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন তালুকদার, সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা রক্ত দানের প্রতিনিধি আবু সাঈদ নোমান, স্বপনীল বিশ্বনাথের প্রতিনিধি সাহেদ আহমদ, আব্দুন নূর তুষার, সাদিয়া বিনতে হোসাইন,বক্তব্য রাখেন অগ্রযাত্রা সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি ওমর ফারুক নাসির।

ইসলামী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য হাফিজ রবিউল ইসলাম।

আয়োজনে শিক্ষকবৃন্দ, সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন অতিথিরা।