রফিকুল নাজিম :
তুমি ব্যথা দিলে চোট লাগে মনে
দগদগে ক্ষত হয়
ক্ষতের গায়ে প্রদাহ ক্রমশইঃ বাড়ে।
তারপরও ব্যথার শরীরে চুমু খায় মায়াব্যঞ্জন
গড়ে তুলে সুরক্ষা প্রাচীর; ব্যথারা বেঁচে থাকে মনে।
ঝিনুকের ভেতর আঘাতে আঘাতে প্রদাহ হয়
প্রদাহের অতলে জন্ম নেয় যে চারু মুক্তা
সে তোমার বড্ড প্রিয়- আমি জানি।
তাতে তোমার আভিজাত্যও ফুটে উঠে বৈকি,
আমার ব্যথার অলংকারে তুমি আরো মোহনীয় হয়ে উঠো!