সুনামগঞ্জের মানুষ হিসেবে সবাইকে সাঁতার শেখার প্রতি গুরুত্ব দিতে হবে – জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম

40

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধূলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সুনামগঞ্জের মানুষ হিসেবে সবাইকে সাঁতার শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ সাঁতার জানা থাকলে বিপদের সময় নিজেকে বাঁচানোর পাশাপাশি মানুষের সহযোগিতায় বিশেষ ভূমিকা রাখা যাবে।’
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিকক ক্রীড়া কর্মসূচীর ২০১৪-১৫ এর আওতায় সাঁতার প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, সরকারী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মনিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিচুল হক মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সম্পাদক রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। এর আগে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় পুুকুরে ৩টি গ্র“পে ৪টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।