স্টাফ রিপোর্টার :
মামলা তুলে না নিলে এক আইনজীবী ও তার পরিবারের স্কুল পড়–য়া শিশুদের অপহরণ করে নিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও জজকোর্ট ৪ নং বার হলের নোটারী পাবলিক এডভোকেট মোঃ মখলিছুর রহমানকে মোবাইলফোনে গত ৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার ধোপাগুল নিজ বাড়িতে ও গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার কর্মস্থলে তাকে প্রাণে হত্যা, লাশ গুম, এমনকি স্কুল পড়–য়া বাচ্চাদেরকে অপহরণ করে খুন করার হুমকি দেয়া হয়। এ ব্যাপারে এডভোকেট মোঃ মখলিছুর রহমান তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কোতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। নং- ৩৭৮ (০৭-১২-১৪)।
জিডিতে আইনজীবী মোঃ মখলিছুর রহমান উল্লেখ করেন, তার মোবাইলে গত শুক্রবার সন্ধ্যায় (০১৭১১-১৬৩৪৪০) নং মোবাইলফোন থেকে তার মোবাইলে ফোন আসে। প্রথম কল আসার সময় তিনি বাড়িতে ছিলেন এবং গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে পুনরায় একই মোবাইলফোন নম্বর হতে তার কর্মস্থলে ফোন আসে। উক্ত মোবাইলফোন নম্বর হতে তাকে দুর্বৃত্তরা জানায় যে, সে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের মনুকোপা গ্রামের বাসিন্দা। তাকে এ সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে যে, তার দায়েরকৃত বিভিন্ন মামলায় ছমির উদ্দিন, নাছির উদ্দিন, আতাউর রহমান ও রমিজ উদ্দিনকে কেন আসামী করা হলো। যদি এক সপ্তাহের মধ্যে তাদের উপর থেকে মামলা তুলে না নেই তাহলে তারা তার কর্মস্থলে আসার পথে তাকে প্রানে হত্যা করে লাশ গুম করে ফেলবে এবং যে কোন সময় তার স্কুল পড়–য়া বাচ্চাদেরকে অপহরণ ও খুন করে ফেলার সমুচিত শিক্ষা দেয়ার হুমকি-ধমকি প্রদান করে। উল্লেখিত দুর্বৃত্তরা সর্বদা কোতোয়ালী ও এয়ারপোর্ট থানা এলাকায় চলাফেরা করে এবং বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামী। তাই এ ব্যাপারে তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন।