অসহায় মানব

7

কাঞ্চন দাশ

এ জগতে ভাই
সময়ে সবাইকে পাওয়া যায়
অসময়ে কেহ নাই।

দরিদ্র হোক ধনী
সবাই আমরা মানুষ জানি
তবুও মোদের থাকে না আক্কেল গ্লানি।

মানুষের মাঝে অমানুষের
রূপ দেখে আমি হয় অপরূপ
এতো মানুষ নয় যেন আকাশে উড়া ধূপ।

কত রূপ দেখেছি আমি
সমাজের এই আক্রান্ত অবয়বে
নিরব এই বাস্তবতায় কি নিয়ে যাবে সবে।

আর কতকাল থাকবে
এ জগৎ সংসারের মাঝে
যা আছে তা বিলিয়ে দাও চোখ যে কান্নায় ভেজে।

কতটুকু মর্মান্তিক হলে তোমরা
নিজেকে গড়ে তুলবে যোগ্য সমাজে
আছে যার সবকিছু সে রয়েছে চোখ বুঝে।

আহা! এ পৃথিবীর মানব
আজ অনন্য জায়গায় রয়েছে অসহায়
দূরে কেন কাছে এসে তুমিই হও তাদের সহায়!