সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরায় গতকাল শনিবার বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। রোটারি ক্লাব অব মতিঝিল, ঢাকার সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। শনিবার বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন হাফছা মজুমদার কলেজের অধ্যক্ষ মো. নিয়াজুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অনন্ত কুমার ভৈৗমিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালী ও সুগন্ধা নার্সারীর ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সরকার এ বছর দেশে এক কোটি গাছের চারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পর্যায়ের এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পাশাপাশি সকল পর্যায়ের নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিভিন্ন ফলদ, ভেষজ ও অন্যান্য জাতের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি। প্রধান শিক্ষক জহুর আহমদ বৃক্ষ রোপণ কর্মসূচিতে সহযোগিতার জন্য রোটারি ক্লাব অব মতিঝিলকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি