কানাইঘাট থেকে সংবাদদাতা :
সীমান্তিক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী কানাইঘাট কর্তৃক আয়োজিত ম্যালেরিয়া বিষয়ক এক এ্যাডভোকেসি সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও ম্যালেরিয়া কর্মসূচীর উপজেলা ম্যানেজার মোঃ আবুল কালামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাতবাঁক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন। বক্তব্য রাখেন, ব্র্যাকের জুনিয়র কোয়ালিটি কন্ট্রোলার অতীন্দ্র পাল, ব্র্যাকের উপজেলা সিনিয়র ম্যানেজার কার্তিক বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী কানাইঘাট প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।