চেয়ারম্যান হাবিব হোসেনের পিএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ॥ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের

34

২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন গতকাল মঙ্গলবার চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২টি কেন্দ্রের হল পরিদর্শন করেন। কেন্দ্রগুলো হচ্ছে লাউয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মহালক্ষ্মী সরকারী প্রাথমিক বিদ্যালয়। দুটি কেন্দ্রে মোট ৮টি স্কুল এবং ২টি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্র পরিদর্শনকালে তিনি প্রত্যেকটি হল পরিদর্শন করেন এবং সুন্দর পরিবেশে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র ২টি পরিদর্শনকালে ২ জন সচিব, ৪ জন হল সুপার, ২ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ১৮ জন শিক্ষককে দায়িত্ব পালন করতে তিনি দেখতে পান। কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন সমাজসেবী হাজী আব্দুস সাত্তার ও আতিকুর রহমান, বরইকান্দি ইউপির সাবেক মেম্বার লালু মিয়া, কামাল মিয়া, চেয়ারম্যান সাহেবের ম্যানেজার মোঃ বাহার উদ্দিন।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক-শিক্ষিকা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আজ যারা সমাপনী পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনের ভবিষ্যৎ। দেশের এই ভবিষ্যত কান্ডারীদের সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের। তাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি