গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ থেকে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ থানার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জের আনন্দপুর এলাকার বাসিন্দা (বর্তমানে নগরীর জালালাবাদ থানা এলাকায় বসবাসকারী) আব্দুল্লাহ আহমদ (২৬) এবং নেত্রকোনার কলমকান্দার বাসিন্দা (বর্তমানে নগরীর আখালিয়া এলাকায় বসবাসরত) মো. ফয়সাল হাসান (২০)।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। এছাড়া মো. ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) এ ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।