কাজির বাজার ডেস্ত
সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপননে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তোফায়েল আহমেদ, উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম। তাদের মধ্যে শেখ শরিফুল ইসলামকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার, আশরাফ উল্যাহকে রংপুর রেঞ্জে ও তোফায়েল আহমেদকে রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
অপরদিকে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।