স্টাফ রিপোর্টার
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তাকে নিয়ে মঙ্গলবার বালুচর এলাকা থেকে আটক করা তিনটি বালিহাঁস সুরমা নদী তীরে অবমুক্ত করেন পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম।
একজন সংবাদকর্মী ফোন দিয়ে জানান- নগরীর মদিনা মার্কেট এলাকায় কিছু বিপন্ন প্রজাতির পাখি বিক্রি করছে দুই জন বিক্রেতা। সাথে সাথে মদিনা মার্কেটে ছুটে আসেন তিনি। ইতিমধ্যে কিছু পাখি বিক্রি হয়ে যায়। তবুও বিক্রেতার খাঁচায় পাওয়া যায় একটি পুরুষ লটকন, ২ টি মুনিয়া ও ৪টি কাঠ শালিক। এ সময় বন বিভাগের সিলেট রেঞ্জের রেঞ্জার শহিদুল্লাহ এসে উপস্থিত হলে ৭টি পাখিসহ দুই বিক্রেতাকে বন বিভাগের জিম্মায় তুলে দেয়া হয়।
নগরীতে প্রকাশ্যে পাখি বিক্রির বিষয়ে আব্দুল করিম কিম বলেন, বেশ কয়েক বছর পরিবেশকর্মীদের নজরদারির কারণে প্রকাশ্যে পাখি বিক্রি প্রায় বন্ধ হয়ে গেলেও আবারও গোপনে গোপনে বিক্রি হচ্ছে। এই গোপন বিক্রি বন্ধ করা না গেলে প্রকাশ্যে বিক্রি শুরু হবে। তাই পাখি বিক্রি বন্ধে বন বিভাগের অপেক্ষা না করে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাখির ক্রয় বন্ধে ক্রেতাদের জরিমানা করতে হবে।